Monday 17 August 2015

যখন কষ্ট পাই

যখন কষ্ট পাই, চোখ বন্ধ করে অতীত স্মৃতি হাতড়ে বেড়াই ,
মন ভাল হয়ে যায় ।যখন কান্না আসে,জীবনের পিছু
পড়ে থাকা পুরানো স্মৃতি গুলো দেখি ,চোখে পানি কিন্তু মুখে হাসি চলে আসে ।

স্বার্থ নিয়ে ভালবাসিনি তোমাকে

হয়ত তোমাকে একটু
বেশি ভালবাসতাম,
তোমাকে হারানোর ভয় টা একটু
বেশি ছিল,
তোমাকে নিয়ে স্বপ্নটা একটু
বেশি ছিলো ,
কিন্ত কোন স্বার্থ
নিয়ে তোমাকে ভালবাসিনি,
স্বার্থ ছিল একটাই
তোমাকে আপন
করে নেওয়া,
কখনো জানতাম
না কাউকে বেশি চাওয়া টা ভুল,
মাঝে মাঝে ভাবি কিসের এত
নির্ঘুম রাত কার জন্য আর্তনাদ,
কার আশায় পথ চেয়ে থাকা ?
কার
জন্য এত অপেক্ষা ?
কার জন্য চোখের জলের বন্যা ?
যার
জন্য এত কষ্ট
সে তো সুখে আছে , তার সুখ
তো আমি চেয়েছিলাম ....

চোখের পানি লুকিয়ে

সেই সময়টা খুব কঠিন, যে সময়ে
চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই
সময়টা তার চেয়েও অনেক বেশি
কঠিন,যে সময় চোখের পানি লুকিয়ে
হাসতে হয।

অন্যকে ঘৃণা করোনা

তুমি দেখতে সুন্দর
বলে,
অন্যকে কখনও ঘৃণা
করোনা।
কারণ...
তুমি যার হাতে সৃষ্টি,
সেও তার হাতেই
সৃষ্টি।
কখনও নিজের
সৌন্দর্য নিয়ে
অহংকার করোনা ॥

ব্যর্থ প্রেমিক

" ব্যর্থ প্রেমিক"
" আর "
খেটে খাওয়া শ্রমিক
এদের দুঃখ কেউ বোঝে
না

নিয়োগ বিজ্ঞপ্তি

একটি জরুরী প্রেমিকা নিয়োগ
বিজ্ঞপ্তি@
একটা গার্লফ্রেন্ড চাই।
শিক্ষাগত যোগ্যতাঃ SSC পাশ,
এইচএসসি অধ্যয়নরত হলে চলবে, তবে,BA
পাশ
হলে আবেদন না করার জন্য অনুরোধ করা
গেল।
উচ্চতাঃ 5.4" ফিট হলে হবে।
ওজনঃ সর্ব্বোচ্চ 50-55 কেজি।
গায়েররং: উজ্জল ফর্সা ।
মনমানসিকতাঃ মেয়ের মনমানসিকতা
সাদাসিদে
হতে হবে।
৪২০মেয়েরা দয়া করে আবেদন
করবেনা।
"৪২০মেয়েদের সাথে প্রেম করার
চেয়ে সিংগেল
থাকা অনেক ভাল।"
বয়স : ১৫ থেকে ১৭।
এরবেশি গ্রহনযোগ্য নয়।
।" পদের সংখ্যাঃ মাত্র
একটি।
অভিজ্ঞতাঃ এইটা থাকলে আর
আবেদন করার
দরকার নাই..…..!!

আপনি যখন একা

আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশের থাকার মতো লোক হাজার খুজলে ও পাবেন না...
আপনার একাকীত্ব আপনাকে একাই বহন করতে হবে।
আর এই সময়টুকু তে আপনি যা শিখবেন পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি তা শেখাতে পারবেন না...

কষ্টের আকাশ

- যারা খুব কাঁদতে পার,, তাদের
সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের মনে
কষ্ট তেমন জমে না.. অথচ যারা মন
খুলে কাঁদতে পারে না,, তাদের
মনটা হল,, "কষ্টের আকাশ"

নিজেকেই হারিয়ে ফেলা

মানুষ ভাবে পৃথিবীতে সবচেয়ে
কষ্টকর জিনিস হচ্ছে এমন কাউকে
হারানো .. যাকে সে অনেক মূল্য
দেয়। কিন্তু প্রকৃত পক্ষে সবচেয়ে
বেদনার হচ্ছে কাউকে বেশি মূল্য
দিয়ে নিজেকেই হারিয়ে ফেলা।

কাওকে কষ্ট দিয়ে

কাওকে কষ্ট দিয়ে, সুখে থাকার
আশা করাটা বোকামি ছাড়া আর
কিছুই নয় ।
মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট
তোমার জন্য অপেক্ষা করছে.......!!!

সে কষ্ট বুঝবে না

যে তোমাকে বিশ্বাস
করে না বা বোঝেনা
কিংবা...... যে তোমাকে
চায় না,
তার কাছে নিজেকে
জোর করে প্রমানের
চেষ্টা করোনা,
সময় হলে সে নিজেই
তোমাকে চিনে নেবে,
নয়তো ভেবে নিও সে
বোকা ছিলো,
কিংবা তোমাকে
বোঝার বোধ শক্তিই
তার ছিল না,
আর ...........
যে তোমাকে বোঝেনি
বা চেনেনি তার দুয়ারে
হাজার
মাথা ঠুকলেও কোন
সমস্যা সমাধান হবে
না,
শুধু রক্তই ঝড়বে,
কিন্তু সে তোমার
কষ্ট বুঝবে না....

স্বার্থের পৃথিবী

এই পৃথিবীতে কেউ
কারো আপন নয়,
স্বার্থ যেখানে আছে,
সবাই সেখানে ছুটে ।
কেউ স্বার্থের জন্য
কিছু সময়
আপন হয়,
স্বার্থ ফুরিয়ে গেলে
কেউ
কারো নয়.......

সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন

সম্পর্ক করার চেয়ে
টিকিয়ে রাখা অনেক
কঠিন
এটা আমরা সবাই
জানি কিন্তু মানি না!
.
আসলে আমরা হয়তো
মানতে চাই
মানতে চায় না
আমাদের মন!
.
পৃথিবীর সব মানুষ যদি
ভেবে চিন্তে
ভালোবাসতো
তাহলে মনে হয় কেউই
ভালোবেসে কষ্ট পেতো
না।
আচ্ছা ভেবে চিন্তে
কি ভালোবাসা যায়?
তারপরও ভাবা উচিৎ
যদি কষ্ট কে আপন
করে না নিতে চান।
.
আচ্ছা কষ্টের সাথে
কি আমাদের কারো
শত্রুতা আছে?
যে কষ্ট শুধু শুধু
আমাদের কে কষ্ট
দেবে?
.
একটা মানুষের জীবনে
তার ভালোবাসার মানুষ
খুব গুরুত্বপূর্ণ,
হয়তো আমরা সেই
গুরুত্বপূর্ণ মানুষটা কে
বাছাই করতে ভুল
করি
তাই কষ্ট পাই।আর
তখন কষ্টের উপর
অনেক অভিমান করি
কষ্ট কে অনেক বকা
ঝকা দেই আসলে কি
কষ্টের দোষ?
.
আসলে আমরা সবাই
চাই ভালোবাসার মানুষ
এর কাছ থেকে
সব সময় শুধু
ভালোবাসাই পেতে
কষ্ট নয়,তাই হয়তো
পৃথিবীর
সব কষ্ট সহ্য করতে
পারি কিন্তু
ভালোবাসার মানুষ এর
কষ্ট সহ্য
করার ক্ষমতা
আমাদের নেই আমরা
পারি ও না ।
.
আসুন সম্পর্ক করার
আগে একটু ভেবে দেখি
সম্পর্ক
টিকিয়ে রাখতে পারবো
কি না, মৃত্যুর আগ
পর্যন্ত এক সাথে
থাকতে পারবো কি না।

কাউ কে ভাল লেগে
গেলো আর হুট করে
ভালোবেসে
ফেললাম ২দিন পরে
চোখের জলে ভাসলাম।
.
একটা কথা মনে
রাখবেন ভালোবাসার
মানুষ
যেমন ক্যারিয়ার
গড়তে অনেকটাই
ভূমিকা রাখে
তেমনি অবহেলার ফলে
তার জীবনটাই নষ্ট
করে দিতে পারে।
.
.
ভাল থাকুন।
সুস্থ থাকুন।
ভালোবেসে
ভালোবাসার
মানুষ এর
সাথেই থাকুন।

আবারো ফিরে এলো সেই দিনটি

কেমন আছো তুমি?
নিশ্চয়
ভালো আছ।আজ
সারাদিন
মনে পড়ছে তোমায়।
সময়ের
পরিবর্তনে জানো
আজ
আবারো সেই দিনটি
ফিরে এলো।
তোমার সাথে আমার
প্রথম
পরিচয়ের দিন,তুমি
হয়তো ভুলেই
গেছ কিন্তু আমি যে
তোমার
কোনো স্মৃতি ভুলতে
পারিনা।
জানো আজ
মধ্যরাতে তোমাকে
আমি আবারো স্বপ্নে
দেখেছি।
জানিনা কেনো আমি
তোমাকে বার
বার স্বপ্নে দেখছি?
হয়তোবা তোমার কথা
সারাদিন
ভাবি বলে। জানিনা
তুমি ঘুমের
মাঝে কখন চলে
আসো?
তবে জানো মাঝে মাঝে
একটা স্পর্শ
অনুভব করি ঠিক
যেন সেই হাতের ছোঁয়া।
এখন
আমি জানিনা সত্যি
কি আমি তোমার
স্পর্শ আনুভব করেছি
নাকি শুধু
স্বপ্নেই দেখেছি?
হয়তোবা এই
স্পর্শটাই আমার
কাছে তোমার
ভালোবাসা।সবাই
ভালোবাসতে পারেনা,
আমিও
পারিনা।
ভালোবাসতে পারলে
হয়তো আমাকে ছেড়ে
চলে যেতে পারতেনা?
তবে আমি শুধু
জানি আমি তোমাকে
ভালোবাসি।
জানো এটা ভাবতে খুব
খারাপ.
লাগে তুমি আমার পাশে
নেই।
তবে এমন দিনে তোমার
হাতে হাতটা রেখে
বলতে ইচ্ছে করছে
আমি তোমাকে আজও
ভালোবাসি, সত্যিই
ভালোবাসি, অনেক
বেশি ভালোবাসি…………

তোমাকে ভালোবাসতাম , ভালোবাসি , ভালোবাসবো চিরকাল

জানিনা কিভাবে
ভালোবাসতে হয়,
তবে তোমাকে অনেক
ভালোবাসি সেটা
বুঝতে পারি।
এখনও তোমাকে কাছে
পাবার ইচ্ছে হয় ,
তবে সময়ের সাথে
সাথে প্রকাশ
ভঙ্গিতে পরিবর্তন
এসেছে।
ইচ্ছে হলেও বলতে
পারিনা তোমাকে
ছাড়া বাঁচবো না,
কারন এতদিন তো
বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা
অনেক কষ্টের ,
প্রতিটা মুহূর্তে
মৃত্যুর স্বাদ,
তুমি সত্যিকারের
ভালোবাসার মূল্য
দিতে চাওনি,
হয়ত যোগ্যতা , কিংবা
চেহারায় আমি
পরাজিত
হতে পারি সবার কাছে
,
তবে তোমাকে
ভালোবাসায় হাজারও
বার
জিতবো ।
তোমাকে
ভালোবাসতাম ,
ভালোবাসি ,
ভালোবাসবো
চিরকাল.......!!

মানুষই স্বপ্ন দেখে

প্রতিটি মানুষই স্বপ্ন দেখে, কারো স্বপ্ন সত্যি হয়, কারোটা রাতের আঁধারে হারিয়ে যায় দূর অজানায়। কিন্তু যখন স্বপ্নটা এমনি এমনি ভেঙ্গে যায়, তখন বেশি কষ্ট না পেলেও, যখন খুব কাছের মানুষ তার স্বপ্নটা ভেঙ্গে দেয়, তখন নিজেকে স্বান্তনা দেওয়ার ভাষা খুজে পাওয়া যায় না।

অন্য রকম পৃথিবী

প্রতিটা বিদ্যালয়ে লেখা থাকে "শৃঙ্খলা"
ভঙ্গ করা নিষেধ।।
.
প্রতিটা বাগানে লেখা থাকে "ফুল"
ছেড়া নিষেধ।।
.
প্রতিটা খেলাতে লেখা থাকে "নিয়ম"
ভঙ্গ করা নিষেধ।।
.
যদি বন্ধুত্ত ও ভালবাসার মাঝে ও
লেখা থাকতো কারো "মন"
ভাঙা নিষেধ।।।
তাহলে পৃথিবী টা সত্যি অন্য রকম
হতো।।।

কিছু কষ্ট

কিছু কষ্ট এতো
বিশাল
যা সহ্য করা যায় না ..
কিছু ব্যাথা এতো
অসীম
যা বুকে রাখা যায় না ..
কিছু মানুষ এতো আপন
যা হারিয়ে গেলে তাকে
কখনও ভুলা যায় না ...

একদিন তুমি কাঁদবে

একদিন তুমি কাঁদবে
আমার জন্য......
যেমন করে আমি কাঁদি
তোমার জন্য ।
একদিন তুমি আমাকে
অনেক অনেক মিস
করবে...
যেমনটি আমি¬এখন
করি ।
একদিন তোমার
আমাকে অনেক
দরকার হবে।
যেমনটি তোমাকে
আমার দরকার হয়....
একদিন তুমি আমায়
অনেক অনেক
ভালবাসবে
কিন্তু সেদিন হয়তো
আমি তোমায়
ভালবাসব না।

আমি আছি তোর পাশে

আমি আছি... থাকবো
শেষ দিন পর্যন্ত...
তোর পাশে, তোর সাথে,
তোর মাঝে...!
হয়তো কখনো সকালের
রদ্দুর হয়ে তোর ঘুম
ভাঙ্গাবো.., হয়তো তোর
চায়ের কাপে ছোট্ট
একটা পিপড়ে হয়ে
ভেসে থাকবো...!
কখনো হয়তো লাল
মেহেদী হয়ে তোর
হাতের মাঝে থাকবো...,
হয়তো কখনো বাতাস
হয়ে তোর এলো চুল
গুলোকে ছুঁয়ে যাব...!
কখনো হয়তো চশমার
গ্লাস হয়ে তোর চোঁখটা
জুড়ে থাকবো...,
হয়তো কখনো নূপূর হয়ে
তোর পাঁয়ের মাঝে
বাঁজবো...!
প্রখর রোঁদে হয়তো এক
বিন্দু ঘাম হয়ে তোর
নাকের ডগা বেঁয়ে
গড়িয়ে পড়বো..,
হয়তোবা কোঁয়াশা
ঢাকা ভোঁরে শিঁশির
হয়ে তোর পথ ভিঁজিয়ে
যাব..., আর নাহয় এক
পশলা বৃষ্টি হয়ে
তোকেই ভিজিয়ে দিয়ে
যাবো!
আমি আছি,.. আমি
থাকবো....
হয়তো অনেক গোপনে
খুব যতনে আগলে রাখা
স্মৃতি হয়ে আসবো...,
হয়তোবা তোর নীল
আকাশে এক টুকরো
মেঘ হয়ে ভাঁসবো...!
হয়তোবা খুব
ক্লান্তিতে তোর
চোঁখের পাতায় পরশ
হয়ে তোকে ঘুঁম পাড়িয়ে
দিয়ে যাব..., হয়তোবা
খুব নীরবে তোর
অগোচরে তোর
স্বঁপ্নটাকে সাজিয়ে
দিয়ে যাব...!
আমি আছি,... থাকবো
শেষ দিন পর্যন্ত তোর
পাশে, তোর সাথে,
তোরই মাঝে!!...

জীবনটাই নষ্ট

ঘুমন্ত অবস্থায় তৈরি
হওয়া
কোন স্বপ্ন যদি
ভেঙ্গে যায়,
তাহলে তেমন কিছুই
হয় না....
কিন্তু মানুষ জেগে
থেকে
যে স্বপ্ন সাজায় তা
ভেঙ্গে গেলে....
"জীবনটাই নষ্ট হয়ে
যায়" .........

হারিয়ে যাওয়া মানুষ

হারিয়ে যাওয়া মানুষ
ফিরে আসলে সে আর
আগের মত থাকে না,
কেমন জানি অচেনা
অজানা হয়ে যায়। সবই
হয়তো ঠিক থাকে
কিন্তু কি যেন নাই,
কি যেন নাই।

আমিতো জ্বলছি

মোমবাতির ভিতরের
ফিতা বলে ,,
আমিতো জ্বলছি
কিন্তু
তুমি গলে যাচ্ছো
কেনো . . . ??
মোমবাতি বলে : >>
যাকে হৃদয় এর
ভিতরে জায়গা দিলাম
সে যদি জ্বলে তবে
অশ্রু
তো পড়বেই . . . . .
ঠিক তেমনি
ভালবাসার মানুষটি
যখন
কষ্টে থাকে তখন
আপনিও
কষ্টে থাকবেন. . . .
কারণ আপনি সবকিছু
সহ্য করতে পারবেন
কিন্তু ভালবাসার
মানুষটির কষ্ট /
চোখের জল কখনোই
সহ্য করতে পারবেন
না . .

শুণ্য

কিছু মানুষ আছে
যাদের বাইরে থেকে
মনে হয়
পরিপুর্ন,
কিন্তু ভেতরে ভেতরে
তারা ততটাই শুণ্য......
সেটা কেউকে বলতেও
পারেনা আবার
মানতেও
পারেনা।।।।

তোমাকে ছাড়া

তোমাকে ছাড়া হয়ত
বেচে
থাকতে পারব, কিন্তু
সুখে থাকতে পারবো
না !
ভেবোনা,তাই..বলে
তোমার
ইচ্ছার বিরুদ্ধে
তোমায় বিরক্ত
করব। তুমি যদি আমায়
ভুলে সুখে থাক,তাহলে
তাতেই
আমার
সুখ,আমি তোমার
সুখের জন্য সব
করতে পারবো।
আমি সব সময় তোমার
চলার পথ
অনুসরন করব।
জীবনের কোন এক
প্রান্তে যদি
কখনো হোচট খাও,
আমি তোমার হাত ধরে
রাখব। ভয়
পেওনা,কোন
সম্পর্কের দাবি নিয়ে
তোমার
সামনে দাড়াব না, শুধু
একজন খারাপ মানুষ
হিসেবে
সারা জীবন তোমার
চলার
পথের ছায়া হয়ে থাকব।
আসলে এতো বেশি
ভালবেসে
ফেলেছি তোমায়, যার
জন্য সব সময় তোমার
পাশে
ছায়ার মতো থাকতে
চাই!!!

কষ্ট যতই কঠিন হোক

কষ্ট যতই কঠিন
হোক,
বুঝার কেউ থাকে না...
দুঃখ যতই হালকা
হোক,
নেওয়ার কেউ থাকে
না..
আর আপন যতই আপন
হোক,
স্বার্থের কাছে
কিছুই
না...................................;

যদি ভুলে যাওয়া যেতো

যদি ভুল
করে ভুলে যাওয়া
যেতো,
তবে তোমায় ভুলে
যেতাম ।
যদি অভিমান
করে দূরে যাওয়া যেতো,
তবে তোমায় ছেড়ে
যেতাম ।
যদি ইচ্ছের
জোরে ঘৃণা করা যেতো
তোমায়,
তবে তোমায় ঘৃণা
করতাম ।
যদি কান্নার জলে
আমার সকল
দুঃখ
ধুয়ে যেতো,
তবে দু'চোখের জলে
সাগর
সৃষ্টি করতাম ।
যদি আর একটি বার
তোমায়
কাছে পেতাম,
তবে হৃদয়ের অবশিষ্ট
ভালোবাসা টুকু
ও তোমাকেই দিতাম ।

অদ্ভুত ভালবাসা

ভালবাসা বড়ই অদ্ভুত
যা সবাই পায় না।যারা
পায় তারা সহজে তা
ভুলতে পারে না। যারা
পায় না তারা জীবন
টাকেই উপভোগ করতে
পারে না।আর যারা
পেয়েও হারায় তাদের
মত দুর্ভাগা এই
পৃথিবীতে হয় না।
আর প্রতিটি মানুষ
কোনা কোন ভাবে
কারো দ্বারা প্রচন্ড
আঘাত পায়,যে আঘাত
কে স্মরণ রাখতে পারে
সেই জীবনে বড় কিছু
হয়। কষ্টকে আগলে
রেখে নিজের জীবন
নষ্ট করা বোকামি .......

মিথ্যে স্বপ্ন

যদি তুমি কারো স্বপ্ন
পূরণ করতে না
পার ,তবে তাকে
মিথ্যে স্বপ্ন
দেখিও না ।কেননা ওই
স্বপ্নটা
ভেঙে গেলে হয়তোবা
তার
বাস্তবজীবনও
ওলটপালট হয়ে যাবে ৷

মায়ের শত ভাগ বিশুদ্ধ ভালোবাসা

কিছু করতে না পারার হতাশা মানুষকে
তিল তিল করে মরণের দিকে ঠেলে
দেয়।আমি বলছি আমার কথা;দিনের
শুরুতে অন্য সবার মতো আমারও শুরু হয়
পথচলা, সন্ধ্যা হলে ঘরে ফিরে আসি,
আমার ফিরে আসা নিয়ে নেই কারও কোনো মাথাব্যথা, নেই কোনো
উতকন্ঠা, মায়ের কথা আলাদা।
অনেকেই কিছু না কিছু নিয়ে আসে,
আজ অবদি আমিই পারিনি ভরা হাতে
ঘরে ফিরতে, যদিও কিছু নিয়ে ফেরার
বয়স আমার ঢের হয়েছে। অনেক আগেই শেষ হয়ে যেতাম, কিন্তু
টিকে আছি খুব সুন্দর করে এবং সুখী
হালে।
ভাবতে ভীষণ ভালো লাগে-এতো
অকর্মণ্য ছেলেটার জন্য জননীর
কতো টান!দিনের শেষে যখন আমি খেতে
বসি, মায়ের সমস্ত চিন্তা জুড়ে থাকে
আমার খাবার থালাটা
নিয়ে;প্রভাতে যখন ঘুম ভাঙ্গে, উনার
সকল উদ্বেগ থাকে আমার নাস্তাটা
নিয়ে, কী দিয়ে আমাকে তৃপ্ত করবেন তিনি।কোনো ভয় বা ভীতি থেকে নয়
কারন আমি বরাবরই শান্ত, শিষ্ট,
বিশেষ
ধরনের কোনো চাহিদাও আমার নেই,
তবে আদরের আবদার আছে।আর কারও
কাছ থেকে না পেলেও মায়ের কাছ থেকে পাই।শত ভাগ বিশুদ্ধ
ভালোবাসা

নিঃস্ব

তুমি আজ কোথায় আছো জানি না!
শূণ্যতা আর হাহা-কার হৃদয় নিয়ে
আজও আছি তোমার পথ চেয়ে!!
তুমি কি আর আসবে না ফিরে?
সেই যে অভিমান করে গেলে,
ফিরে আর এলে না!
বড় অভিমানী তুমি,
বড় নিষ্ঠুর তুমি,
বড় নির্দয় তুমি,
তুমি নিতে পার মুঠো মুঠো,
যখন যেমন ইচ্ছে,
দিতে পার না!!!
আজ আমার চারিদিকে
হতাশা আর নিঃঙ্গতা!
এইতো এমনিই আছি বেঁচে!!!
পারবো না তোমায় ভুলে যেতে!!!!!

ভুলে ভরা যত কথা

ভুলে ভরা যত কথা থাক না যতনে মোড়া
আর কভু শুধরাবো না,
কষ্ট ভরা যত ব্যাথা থাক না হৃদয় জোড়া
আর মুছে ফেলব না,
সবই তো ছিল আমার থাক এখনো আমার।।
বেসুরো যত গান থাক না সুরহীন সাবলীল
না হয় গাইবো না আর,
থাক না কবিতা ছন্দ হীন মুক শব্দ সলিল
না হয় আর লিখবো না ,
সবই তো ছিল আমার থাক না এখনো আমার।।
শুদ্ধ ছিল সব কিছু তোমার সাজানো পরিপাটি
রাখোনা সাজিয়ে সকল,
যত কথা ছিল বুক ভরা যতনে গড়া সপ্ন বাটি
থাকনা অমনি অবিকল,
যা ছিল তোমার তোমারই থাক তুমি ও তোমার।।
স্পষ্ঠ ছিল আঁকা ভ্রু কালো মায়াবী চোখের
কাজল
ভিজিয়ো না অশ্রু জলে
ছিল সাজ সুক্ষ পরনে ভাজহীন সদা শাড়ীর আচঁল
কভু তা ভেঙোনা ফেলে।
তুমি তো রইলে তোমার কভু কি হলে গো
আমার???

-----------তোমায় ভেবেই কবি-----------

তোমার স্বপ্নে বিভোর থাকি
তোমায় খুজে মন,
কখন তুমি আসবে কাছে
তোমায় প্রয়োজন।
রঙধনুর সাত রঙ মিশিয়ে
আঁকি তোমার ছবি,
তোমার জন্যই কাব্য লিখি
তোমায় ভেবেই কবি।
স্বপ্নে তুমি আসো প্রিয়
ঘুম ভাঙলেই নেই,
স্বপ্ন নয় বাস্তবে আমি
চাইযে তোমাকেই।
জানো তুমি তোমার জন্য
কত আমার অপেক্ষা,
আনমনা এই মন আমার
চায় তোমারই দেখা।
ঘুছিয়ে দেবে তুমি আমার
এলোমেলো এই জীবন,
তোমার ভালবাসার আলত স্পর্শে
পূর্ন হবে মন।
তোমায় নিয়ে স্বপ্ন কত
জানতে যদি প্রিয়,
ব্যকুল হয়ে জীবনে আমার
আসতে তুমি স্বীয়।
জান বলে ডাকব তোমায়
করব কত আদর,
ভালবেসে তোমায় জড়িয়ে রাখব
সুখেতে কাটবে প্রহর।
একাকিত্বের এই জীবন আমার
লাগেনা আর ভালো,
কখন তুমি আসবে প্রিয়
হয়ে চাঁদের আলো।

উত্তাল সাগর

উত্তাল সাগরের ঠিক মাঝখানে,
লক্ষ্য ছাড়া, দিকহারা জাহাজের নাবিক আমি
আছি আধমরা হতাশাগ্রস্ত হয়ে,
পাইনা খুঁজে দিক....।
এদিকে তাকায় ওদিকে তাকায়
একটু সুঁই পরিমাণ আলোর আশায়
কিন্তু নাহ!
যেদিকে তাকায় শুধু দেখি
অন্ধকারের ভেতর অন্ধকার.....!
কে দেখাবে আলো আমায়
কে দেখাবে পথ
আমি যে নাফরমান অকৃতজ্ঞ
করিনি কখনো খোদার দানের শুকরিয়া আদায়
দুর্দিনের এই দিনে খোদাও মুখ ফিরিয়ে নিল তাই....!
কবে কি আমি ধীরে ধীরে
হারিয়ে যাব অন্ধকারের গহীনে.

যদি ভাল থাক

যদি ভাল থাক
তবে চলে যাও
যদি সুখে থাক
তবে ভুলে যাও
মনকে বলব "ইটস ওকে "
যদি কখনো মনে হয় কষ্টে আছ
স্বরণ কর
পাশে পাবে আমাকে।।

যদি প্রশ্ন আসে মনে
বেভে দেখ মনে
স্বরণ হবে কোন ক্ষণে
কেউ একজন ভালবেসে ছিল
খুব যতনে তোমাকে।।

আঘাত

আঘাতের পর আঘাত এসে
যখন...এই হৃদয়ে রক্তের নদী বয়,
তখন...দূর হতে নির্বাক নয়নে
প্রাণ প্রিয় বন্ধু আমার
কেবল তাকিয়ে রয়.....!!!

বিরহী বন্দরে.....!!

জমে থাকা কষ্টগুলো
শুধুই তোমার জন্য
রেখে দিলাম যতনে,
কোন এক কাক ডাকা ভোরে
এসে দেখে যেও প্রিয়
আমার বিরহী কাননে।
দীর্ঘ দিনের মিতালী শেষে
যে কষ্টের স্রোতধারা
দিয়েছ এই আমারে,
মনে রেখো প্রিয়
কোন দিন দীর্ঘশ্বাসেও
দেবোনা অভিশাপ তোমারে।
হাজারো লাঞ্চনার মাঝেও
তোমার দেয়া স্মৃতিগুলো
সাজিয়ে রেখেছি স্তরে স্তরে,
সময় হলে প্রিয়
দেখে যেও নোঙর ফেলে
আমার বিরহী বন্দরে।

তুমি মুখ ফিরিয়ে নিবে

আমি ভাবিনিই কখন
তুমি এভাবে মুখ ফিরিয়ে নিবে
যখন তোমাকে খুব কাছে দরকার ছিল
তখন পেলাম না,
আজ আর কিছুই বলার নেই
শুধু একটায় অভিযোগ
আসলেই কি ভাল বেসে ছিলে আমাকে ???

ভালোবাসা

ভালোবাসা হলো বৃষ্টির পানির
মতো, যা একবার
নিচে পড়লে তা আর
কখনো ওপরে তোলা যায় না। ঠিক
তেমনি একবার যাকে মন
দিয়ে ভালোবাসা যায়।
তাকে কখনো ভোলা যায় না।

ভালবাসার অভিনয়

"যে থাকবেনা তাকে যত ভাবেই
আটকে রাখতে চাওনা কেন কোন লাভ
হবে না, কারন সে ইতিমধ্যে তোমার
প্রতি তার সকল মায়া ত্যাগ করে
ফেলেছে। হয়তোবা তোমার চোখের
দিকে তাকিয়ে মাঝে মাঝে
ভালবাসার অভিনয় করবে, কিন্তু তুমি
তাকে এতই ভালবেসে ফেলেছ যে
তার সামান্য একটু অভিনয়েই তাকে
ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে
গেছ। আসলে এ স্বপ্নই তোমাকে আরো
বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও
করতে পারবে না"।

নিঝুম রাতে

একাকী নিঝুম রাতে
গাঙের ধারে,
ভাবছি উদাস মনে
পাইনি যারে।
রাতখানা মায়াবতী
চাঁদের আলোয়,
জানাকিরা ঘিরে আছে
এই লোকালয়।
ক্ষণে ক্ষণে ভেসে আসে
শেয়ালের হাঁক,
প্রকৃতির প্রেমে আমি
কেন নির্বাক ?
জোস্নারা নেমে এসে
খেলে লুটোপুটি,
কুকুরের ঘেউঘেউ,
বৃথা খুনসুটি!
বাদুড়টা উড়ে যায়
ঝাপটিয়ে ডানা,
চেয়ে থাকি আমি শুধু
হয়ে আনমনা।
আজ কেন ডাকছে না
হুতুম প্যাঁচা ?
প্রিয়সী যে কেন দেয়
প্রেমের খোঁচা ?

একাকিত্ব

আজ একাকিত্ব আমাকে ছেড়ে চলে গেল!
তার কাছে জানতে চাইলাম," আমার উপর কীসের অভিমান তোমার?"
সে মিষ্টি করে হেসে বলল," আমি একা কিন্তু তোমার মতো নিঃস্ব নয়॥"
সত্যিই আমি আজ নিঃস্ব, রিক্ত!
আমার চারিদিকে আজ অন্ধকারও নেই!

কতটা সুখী তুমি

কেমন আছ তুমি?
সবাই তোমায় ভাল রেখেছে তো?
ইদানিং খুব জানতে ইচ্ছে করে
আমায় ভুলে ঠিক কতটা সুখী হয়েছ?
আচ্ছা আমার প্রেমে তো
কোন খাদ ছিল না, খাটি সোনার
মত টলটলে ছিল আমার ভালবাসা,
বুকের মাঝে অমূল্য বিশ্বাসের প্রাসাদ ছিল।।
দুচোখে তোমায় নিয়ে কত অলীক
স্বপ্ন ছিল, তোমার তো অজানা ছিল না
তাহলে কেন চলে গেলে,
না বলে কেন হারিয়ে গেলে?
তুমিই তো একদিন সাগরকে সাক্ষী
রেখে বলেছিলে, "তোমার মত করে
কেউ আমায় ভালবাসেনি,কেউ সহস্র
মাইল পাড়ি দিয়ে ছুটে আসেনি শুধু
একবার বুকে জরিয়ে নিতে।"
আজ কেন সব মিথ্যে হয়ে গেল?
একবার বলেও গেলে না ?
কি আমার অপরাধ,

কষ্টের কাছে পরাজিত

আমি সেইদিন আর তোমায় নিয়ে
কোন কবিতা লেখতে পারবো না
যেদিন আমার, হৃদয়ের গহীনের কষ্ট গুলোর
কাছে পরাজিত হবো আমি।
পরাজিত হলে সেই দিন"
মখু দিয়ে আর তোমাকে নিয়ে কবিতা
লেখার মত ভাষা বের হয়ে আসবেনা
কারন,অনেক কষ্টে আছি আমি,
বার বার কষ্ট আমাকে তীব্র ভাবে
তারা করে!প্রত্যেকটি কষ্ট আমার হৃদয়ে
কড়া নাড়া নাড়ে"এভাবে কষ্ট পেলে
হয়তো বেশি দিন নয়,,?
কষ্টের কাছে পরাজিত হলে
ভোবার মত হয়ে,নির্তেজ হয়ে পড়বো আমি।
শরীলের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ
সেইদিন আর তোমার স্মৃতি গুলো
কখনোই মনে রাখতে পারবেনা।
অন্য গ্রহের মানুষের মত সেদিন
একা হয়ে যাবো আমি"পৃথিবীটাও
বদলে যাবে সেদিন!কষ্ট বলেও কোন শব্দ
থাকবেনা আমার হৃদয়ের গহীনে""""""

পিরিত কইরা মরে

পাগলে হৃদয় আমার থাকেনা ঘরে
পাখী হয়ে উড়ে যায়,
আকাশ বাতাশ সীমানায়
চোখ বুঝে ভ্রমন আমার
এমন মজা নাইরে
মন আমার ফড়িং হয়ে
পদ্ম পাতায় বসে
শিশিরই সাথে যেমন পিরিত কইরা
মরে রে, পিরিত কইরা মরে,,,,।

কষ্ট

তুমি যদি কখনো' কাওকে ভালবাসতে চাও
তাহলে,কষ্টেকে অপেক্ষা কর।
কেননা"""
তোমার ভালবাসাটা, তোমার জন্য
কষ্ট বয়ে আনবে নিশ্চিত""""""""।

ব্যর্থতা

ব্যর্থতা আমাকে অনেক কাঁদিয়েছে"
তবোও বলবো আমি সার্থক।
কেননা,,
ব্যর্থতা আমাকে অনেক শিক্ষা দিয়েছে"
কষ্ট সর্ম্পকে""""""।

ভালোবাসার ভাগ

পৃথিবীতে যে তোমাকে বেশী
সন্দেহ করবে, বুঝে নিবে সে
তোমাকে তার জীবনের চেয়েও
বেশী ভালোবাসে।
কারণ ...................সে চায় না
তার ভালোবাসার ভাগ আর কেউ পাক ..

ভালবাসা

পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্যে কিন্তু টাকা লাগে না। বিনামুল্যে পাওয়া যায়। যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা...... !!

নদী

"নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়"

পৃথিবী

এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে
ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু
অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে।

জীবনের ছন্দ

আমার জীবনের ছন্দ হারিয়ে গেছে
তোমার ফেরার পথে"""""
কবিতায় নেই অন্তঃ মিল
তুমি নেই তাই"""""
জীবনটা আজ বড়' গদ্যময় মনে হয়
তোমার চলে যাওয়ায়"""""।