Monday, 17 August 2015

একাকিত্ব

আজ একাকিত্ব আমাকে ছেড়ে চলে গেল!
তার কাছে জানতে চাইলাম," আমার উপর কীসের অভিমান তোমার?"
সে মিষ্টি করে হেসে বলল," আমি একা কিন্তু তোমার মতো নিঃস্ব নয়॥"
সত্যিই আমি আজ নিঃস্ব, রিক্ত!
আমার চারিদিকে আজ অন্ধকারও নেই!

No comments:

Post a Comment