Monday 17 August 2015

-----------তোমায় ভেবেই কবি-----------

তোমার স্বপ্নে বিভোর থাকি
তোমায় খুজে মন,
কখন তুমি আসবে কাছে
তোমায় প্রয়োজন।
রঙধনুর সাত রঙ মিশিয়ে
আঁকি তোমার ছবি,
তোমার জন্যই কাব্য লিখি
তোমায় ভেবেই কবি।
স্বপ্নে তুমি আসো প্রিয়
ঘুম ভাঙলেই নেই,
স্বপ্ন নয় বাস্তবে আমি
চাইযে তোমাকেই।
জানো তুমি তোমার জন্য
কত আমার অপেক্ষা,
আনমনা এই মন আমার
চায় তোমারই দেখা।
ঘুছিয়ে দেবে তুমি আমার
এলোমেলো এই জীবন,
তোমার ভালবাসার আলত স্পর্শে
পূর্ন হবে মন।
তোমায় নিয়ে স্বপ্ন কত
জানতে যদি প্রিয়,
ব্যকুল হয়ে জীবনে আমার
আসতে তুমি স্বীয়।
জান বলে ডাকব তোমায়
করব কত আদর,
ভালবেসে তোমায় জড়িয়ে রাখব
সুখেতে কাটবে প্রহর।
একাকিত্বের এই জীবন আমার
লাগেনা আর ভালো,
কখন তুমি আসবে প্রিয়
হয়ে চাঁদের আলো।

No comments:

Post a Comment