Monday 17 August 2015

নিঝুম রাতে

একাকী নিঝুম রাতে
গাঙের ধারে,
ভাবছি উদাস মনে
পাইনি যারে।
রাতখানা মায়াবতী
চাঁদের আলোয়,
জানাকিরা ঘিরে আছে
এই লোকালয়।
ক্ষণে ক্ষণে ভেসে আসে
শেয়ালের হাঁক,
প্রকৃতির প্রেমে আমি
কেন নির্বাক ?
জোস্নারা নেমে এসে
খেলে লুটোপুটি,
কুকুরের ঘেউঘেউ,
বৃথা খুনসুটি!
বাদুড়টা উড়ে যায়
ঝাপটিয়ে ডানা,
চেয়ে থাকি আমি শুধু
হয়ে আনমনা।
আজ কেন ডাকছে না
হুতুম প্যাঁচা ?
প্রিয়সী যে কেন দেয়
প্রেমের খোঁচা ?

No comments:

Post a Comment