Monday 17 August 2015

সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন

সম্পর্ক করার চেয়ে
টিকিয়ে রাখা অনেক
কঠিন
এটা আমরা সবাই
জানি কিন্তু মানি না!
.
আসলে আমরা হয়তো
মানতে চাই
মানতে চায় না
আমাদের মন!
.
পৃথিবীর সব মানুষ যদি
ভেবে চিন্তে
ভালোবাসতো
তাহলে মনে হয় কেউই
ভালোবেসে কষ্ট পেতো
না।
আচ্ছা ভেবে চিন্তে
কি ভালোবাসা যায়?
তারপরও ভাবা উচিৎ
যদি কষ্ট কে আপন
করে না নিতে চান।
.
আচ্ছা কষ্টের সাথে
কি আমাদের কারো
শত্রুতা আছে?
যে কষ্ট শুধু শুধু
আমাদের কে কষ্ট
দেবে?
.
একটা মানুষের জীবনে
তার ভালোবাসার মানুষ
খুব গুরুত্বপূর্ণ,
হয়তো আমরা সেই
গুরুত্বপূর্ণ মানুষটা কে
বাছাই করতে ভুল
করি
তাই কষ্ট পাই।আর
তখন কষ্টের উপর
অনেক অভিমান করি
কষ্ট কে অনেক বকা
ঝকা দেই আসলে কি
কষ্টের দোষ?
.
আসলে আমরা সবাই
চাই ভালোবাসার মানুষ
এর কাছ থেকে
সব সময় শুধু
ভালোবাসাই পেতে
কষ্ট নয়,তাই হয়তো
পৃথিবীর
সব কষ্ট সহ্য করতে
পারি কিন্তু
ভালোবাসার মানুষ এর
কষ্ট সহ্য
করার ক্ষমতা
আমাদের নেই আমরা
পারি ও না ।
.
আসুন সম্পর্ক করার
আগে একটু ভেবে দেখি
সম্পর্ক
টিকিয়ে রাখতে পারবো
কি না, মৃত্যুর আগ
পর্যন্ত এক সাথে
থাকতে পারবো কি না।

কাউ কে ভাল লেগে
গেলো আর হুট করে
ভালোবেসে
ফেললাম ২দিন পরে
চোখের জলে ভাসলাম।
.
একটা কথা মনে
রাখবেন ভালোবাসার
মানুষ
যেমন ক্যারিয়ার
গড়তে অনেকটাই
ভূমিকা রাখে
তেমনি অবহেলার ফলে
তার জীবনটাই নষ্ট
করে দিতে পারে।
.
.
ভাল থাকুন।
সুস্থ থাকুন।
ভালোবেসে
ভালোবাসার
মানুষ এর
সাথেই থাকুন।

No comments:

Post a Comment